বিয়েতে প্রচলিত রীতিনীতি ছাড়িয়ে একদম আলাদা ধরনে বিয়ে উদযাপন করলেন মার্কিন দম্পতি মার্লে জ্যাকস ও স্টিভ জে লারসন। তাদের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করার পাশাপাশি অতিথিদের কাছ থেকে সংগ্রহ করেছেন ১ কোটি ১০ লাখ টাকার বেশি অর্থ।
দম্পতির দাবি, আমেরিকায় বিয়ের খরচ অত্যন্ত বেশি হওয়ায় তারা অতিথিদের কাছ থেকে কোনো উপহার নেননি। বরং বিয়েতে যোগ দিতে অতিথিদের ‘টিকিট’ বিক্রির মাধ্যমে খরচ বহন করেছেন। বিয়েতে দুই ধরনের টিকিট ছিল—
সাধারণ টিকিট, যার দাম ছিল ৪,৭৫০ টাকা; যারা এই টিকিট কিনেছেন, তারা শুধু বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশনে অংশ নিতে পেরেছেন, কিন্তু খাবার ছিল না।
ভিআইপি টিকিট, যার দাম প্রায় ৮৩,০০০ টাকা; এই টিকিটধারীরা চার বেলা খাবারসহ বিয়েতে উপস্থিত ছিলেন।
এই টিকিট বিক্রির মাধ্যমে তারা মোট ১ কোটি ১০ লাখ টাকারও বেশি অর্থ সংগ্রহ করেন।
তবে এই অভিনব আয়োজনের একমাত্র লক্ষ্য ছিল বিয়ের খরচ জোগানো নয়, বরং সমাজকল্যাণও। বিয়ের খরচ উঠিয়ে হাতে থাকা প্রায় ৮৪ লাখ টাকা তারা কেনিয়ার একটি শিক্ষা সংক্রান্ত অসরকারি প্রতিষ্ঠানের হাতে দান করেছেন বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :