ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

চার্লি কার্ক হত্যাকাণ্ড

রাইফেল উদ্ধার, সন্দেহভাজনের ছবি প্রকাশ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:২৯ এএম
হামলাকারীর ছবি। সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ডে জড়িত এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। এছাড়াও, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা সংস্থাটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই সন্দেহভাজনকে চিহ্নিত করে এফবিআই।

নাম-পরিচয়হীন ঐ ব্যক্তির ছবি প্রকাশ করে জনগণের কাছে তার সন্ধান চাওয়া হয়। আর ঘটনাস্থল থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বন্দুক দিয়েই হত্যা করা হয়েছিল চার্লি কার্ককে।

যুক্তরাষ্ট্রে বুধবার (১০ সেপ্টেম্বর) উটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাস ইভেন্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন চার্লি কার্ক। বক্তৃতা দেওয়ার সময় তার ঘাড়ে গুলি লাগে এবং তিনি মঞ্চের ওপর পড়ে যান। এ সময় অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছুটোছুটি শুরু করে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলি লাগার পর কার্কের ঘাড় থেকে রক্ত ঝড়ছে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ছিলেন চার্লি কার্ক। মৃত্যুর সময় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক এই নেতার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি ‘দ্য আমেরিকান কমব্যাক ট্যুর’নামের রাজনৈতিক সফরের অংশ হিসেবে তরুণদের মধ্যে রক্ষণশীল মূল্যবোধ প্রচার করছিলেন। টার্নিং পয়েন্ট ইউএসএর সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কনজারভেটিভ যুব সংগঠন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন কার্ক। তার অনুসারীর সংখ্যা ৫৩ লাখের বেশি। পাশাপাশি তিনি জনপ্রিয় পডকাস্ট ও রেডিও শো ‘দ্য চার্লি কার্ক শো’পরিচালনা করতেন। ফক্স নিউজে তিনি সহ-উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। ট্রাম্পের নির্বাচনি প্রচারে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কার্কের সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ। ট্রাম্পও স্বীকার করেছিলেন, তার দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কার্কের বড় ভূমিকা ছিল।