মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটর বার্নি স্যান্ডার্সের জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশন প্রযুক্তি আগামী দশকে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ কোটি কর্মসংস্থানের জন্য বড় হুমকিস্বরূপ হতে পারে। সোমবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যম ফক্স নিউজে প্রকাশিত এক নিবন্ধে এই সতর্কবার্তা উল্লেখ করেন তিনি।
এতে বলা হয়, এই প্রযুক্তিগত পরিবর্তন ব্যাপক আকার ধারণ করবে। সাদা কলার ও নীল কলার উভয় পেশার কর্মীরা প্রভাবিত হবে। স্যান্ডার্সের মতে, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশন, এআই এবং অটোমেশন সংক্রান্ত সিনেট কমিটির র্যাঙ্কিং সদস্যরা ৪০ শতাংশ নিবন্ধিত নার্স, ৪৭ শতাংশ ট্রাক ড্রাইভার, ৬৪ শতাংশ হিসাবরক্ষক, ৬৫ শতাংশ শিক্ষক সহকারী এবং ৮৯ শতাংশ ফাস্ট ফুড কর্মী হিসেবে পেশা পরিবর্তন করতে পারেন।
নিবন্ধে আরও বলা হয়েছে, ‘কৃষি বিপ্লব হাজার হাজার বছর ধরে ঘটেছে। শিল্প বিপ্লব এক শতাব্দীরও বেশি সময় ধরে চলেছিল। কিন্তু কৃত্রিম শ্রম এক দশকেরও কম সময়ের মধ্যে অর্থনীতিকে নতুন রূপ দিতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ফাস্ট ফুড ও কাউন্টার কর্মীরা। এই খাতে প্রায় ৩০ লাখ কর্মী চাকরি হারিয়েছেন, যা মোট কর্মীর প্রায় ৮৯ শতাংশ।’
এই সতর্কবার্তা আসছে ট্রাম্প প্রশাসনের অবস্থানের বিপরীতে। প্রশাসন এআই উন্নয়নে আমেরিকান নেতৃত্ব বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তি দিয়েছে ,যে চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
প্রকাশিত ওই নিবন্ধে স্যান্ডার্স এআই ও অটোমেশনে বিশাল বিনিয়োগের পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেছেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে কয়েকজন যেমন ইলন মাস্ক, ল্যারি এলিসন, মার্ক জুকারবার্গ ও জেফ বেজোস শত শত বিলিয়ন ডলার প্রযুক্তিতে বিনিয়োগ করছেন।
স্যান্ডার্স সতর্ক করে বলেন, ‘আজ এই বহু-বিলিয়নেয়ারদের দ্বারা বিকশিত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স কর্পোরেট আমেরিকাকে লাখ লাখ ভালো বেতনের চাকরি মুছে ফেলতে, শ্রম খরচ কমাতে এবং মুনাফা বাড়াতে সাহায্য করবে।”
তিনি যুক্তি দিয়েছেন, প্রযুক্তিটি মূলত কর্পোরেট মুনাফা বৃদ্ধির জন্য এবং সম্পদ কেন্দ্রীভূত করার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘নির্বাহীরা ব্যাপক ছাঁটাই ও খরচ কমানোর সঙ্গে অটোমেশনে উল্লেখযোগ্য বিনিয়োগের ঘোষণা করেছেন।’
স্যান্ডার্স উল্লেখ করেন, অটোমেকার ও প্রযুক্তি কোম্পানিগুলোর স্ব-চালিত প্রকল্পগুলোর দ্রুত অগ্রগতির ফলে উৎপাদন, ট্রাকিং ও ট্যাক্সি পরিষেবার কর্মীরা বিশেষভাবে গুরুতর প্রভাবের সম্মুখীন হচ্ছেন।
তিনি সন্দেহ প্রকাশ করেন, এই প্রযুক্তিগত পদক্ষেপের লক্ষ্য ‘আমাদের ৬০ শতাংশ মানুষ যারা বেতন-ভাতার উপর নির্ভর করে জীবনযাপন করে’ তাদের উন্নীত করা নয়, বরং এআই ও রোবোটিক্সে বিনিয়োগের মাধ্যমে তাদের সম্পদ ও ক্ষমতা দ্রুত বৃদ্ধি করা।
এই প্রবণতা ইতোমধ্যেই দৃশ্যমান। কর্পোরেট জায়ান্ট অ্যামাজন ও ওয়ালমার্ট অটোমেশন বাড়ানোর ফলে হাজার হাজার পদ বাতিল করেছে, যা মার্কিন শ্রম বাজারে এক বিপর্যয়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।