যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত অঞ্চলে ৭ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের একটি প্রত্যন্ত এলাকায় এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, ভূমিকম্পের পর সুনামির কোনো ঝুঁকি নেই।
হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়ে তারা দুটি ৯১১ কল পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও বহু মানুষ ভূমিকম্পের কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন।
কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ভূমিকম্পটি ইউকনের একটি পাহাড়ি অঞ্চলে আঘাত হেনেছে, যেখানে মানুষের বসতি তুলনামূলকভাবে কম। বেশির ভাগ মানুষ তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন।
গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, প্রধান ভূমিকম্পের পর ওই এলাকায় আরও কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। ইউএসজিএসও একই অঞ্চলে ছোট মাত্রার কয়েকটি আফটারশকের তথ্য নিশ্চিত করেছে।
এই ভূমিকম্প উত্তর আমেরিকার ভূকম্পনপ্রবণ অঞ্চল আলাস্কার সাম্প্রতিক বড় ভূমিকম্পগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
-20251207035035.webp)

