গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে জড়ো হওয়া ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন, ছিটমহলের চিকিৎসাকর্মী এবং কর্মকর্তারা জানিয়েছেন। গাজার আকসা শহিদ হাসপাতাল জানিয়েছে যে হামলায় নিহতদের মধ্যে আটজন শিশু, যাদের মধ্যে সবচেয়ে ছোট দুই বছর বয়সি এবং সবচেয়ে বড়টির বয়স ১৪ বছর। এতে বলা হয়েছে, তিনজন মহিলা এবং চারজন পুরুষও নিহত হয়েছেন।
সিএনএনের প্রাপ্ত ফুটেজে, বেশ কয়েকজন শিশুকে নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে এবং অন্যরা চিৎকারের শব্দে আহত অবস্থায় দেখা গেছে। আরেকটি ভিডিওতে রক্তাক্ত এবং নিশ্চল অবস্থায় পড়ে থাকা বেশ কয়েকজন শিশুকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন, ‘নারী ও শিশুদের ফর্মুলা বিতরণকারী একটি মেডিকেল সেন্টারের কাছে এ হামলা চালানো হয়েছে।’ আমেরিকান সাহায্য সংস্থা প্রজেক্ট হোপ জানিয়েছে, তাদের একটি স্বাস্থ্য ক্লিনিকের সামনে এ হামলা চালানো হয়েছে, যেখানে মানুষ অপুষ্টি, সংক্রমণ, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং আরও অনেক কিছুর চিকিৎসার জন্য অপেক্ষা করছিল।
সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা রাবিহ তোরবে সিএনএনকে জানিয়েছেন, ক্লিনিকের অবস্থান ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। এটি একটি সংঘাতমুক্ত স্থান ছিল। তবু আজ সকালে, দরজা খোলার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকা নিরীহ পরিবারগুলোকে নির্দয়ভাবে আক্রমণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :