বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে গত এক বছর ধরে চলছে বিচ্ছেদের গুঞ্জন। বি-টাউনের অন্দরমহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবখানেই ভেসে বেড়াচ্ছিল তাদের সম্পর্ক ভাঙার খবর। অবশেষে এই দীর্ঘদিনের জল্পনা নিয়ে মুখ খুলেছেন অভিষেক বচ্চন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
গত বছর আম্বানি পরিবারের এক জমকালো বিয়ের অনুষ্ঠানে বচ্চন পরিবারের সবাই একসঙ্গে হাজির থাকলেও, সেখানে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। পরবর্তীতে মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া একাই পার্টিতে আসেন। কেন তিনি পরিবারের সঙ্গে না এসে আলাদাভাবে এলেন, তা নিয়ে তখন কম জলঘোলা হয়নি। এই ঘটনা বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দেয়।
সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বচ্চন তার ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি বলেছেন, ‘দিনের শেষে আমি আমার পরিবারের কাছে ফিরতেই ভালোবাসি।’
তার কথায়, ‘আমার স্ত্রী কখনোই বাইরের মানুষের কথায় কান দেন না। শুধু তাই নয়, প্রথমে আমার মা তারপরে আমার স্ত্রী দু’জনেই বাইরের বিষয়কে পরিবারের উপর প্রভাব ফেলতে দেন না।’ অভিষেকের এই মন্তব্য কি ঐশ্বরিয়ার সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জনে ইতি টানলো, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তমহলে।
এদিকে, ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝেই অভিষেককে নিয়ে আরেকটি গুঞ্জন দানা বেঁধেছিল। শোনা গিয়েছিল, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন অভিষেক এবং এটিই নাকি ঐশ্বরিয়ার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মূল কারণ। যদিও এই বিষয়ে অভিষেক কিংবা নিমরত কেউই মুখ খোলেননি।
অভিষেকের সাম্প্রতিক মন্তব্য একদিকে যেমন ভক্তদের মনে স্বস্তি এনেছে, তেমনই অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে তবে কি বচ্চন পরিবারে সব ঠিক আছে? নাকি এটি কেবলই গুঞ্জন ধামাচাপা দেওয়ার চেষ্টা?