জয়া আহসান বরাবরই নিজের মতো করে চলতে ভালোবাসেন। বিচ্ছেদের দীর্ঘ সময় পরও তিনি সিঙ্গেল, কিন্তু এবার যেন জীবনের নতুন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে গিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, তিনি মা হতে চান। তবে নিজের গর্ভে নয়, সন্তান দত্তক নিয়ে।
একটি গণমাধ্যমকে জয়া জানান, ‘আমি সন্তান দত্তক নেওয়ার বিষয়ে আগ্রহী। আমি নিজে চেষ্টা করেছিলাম, এমনকি যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য অনেক জটিল প্রক্রিয়া রয়েছে।’
শুধু নিজেই নয়, তার বোন অভিনেত্রী কানা মাসউদও এই পরিকল্পনায় সঙ্গী ছিলেন। তবে এখনো কিছু আইনি জটিলতায় আটকে আছে তাদের সেই স্বপ্ন।
জয়া মনে করেন, ‘যাদের একটি সন্তান আছে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে বাইরে থেকে দত্তক নিতে পারেন। এতে পরিবার পাবে সেই শিশুটিও।’
ব্যক্তিজীবনে অনেক দিন ধরে একাই আছেন জয়া আহসান। ভালোবেসে ১৯৯৮ সালে ফয়সাল আহসানকে বিয়ে করেছিলেন, কিন্তু ২০১১ সালে সেই সম্পর্কের ইতি টানেন। এরপর আর কোনো সম্পর্কে জড়াননি। এবার হয়তো জীবনের মঞ্চে ‘মা’ চরিত্রেই ফিরতে যাচ্ছেন জয়া।
তবে, এখানেই গসিপের খোরাক। টালিগঞ্জের এক মহল বলছে, জয়া নাকি ইতোমধ্যেই কলকাতার একটি দাতব্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আবার আরেক মহলের কানাঘুষো, ‘ডিয়ার মা’ সিনেমার গল্প থেকে নাকি নিজেই বেশ প্রভাবিত হয়েছেন জয়া।
তাই হয়তো রিল থেকে রিয়েল সব জায়গাতেই মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে! এখন দেখার বিষয়, এই গুঞ্জন সত্যি হয় কি না!