ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৮:২৬ পিএম
সুস্থ হয়েছেন অভিনেত্রী দীপিকা কক্কর। ছবি - সংগৃহীত

লিভার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অস্ত্রোপচারের পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেত্রী দীপিকা কক্কর। দীপিকার সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানিয়ে তার স্বামী শোয়েব ইব্রাহিম জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে দীপিকার শরীরে কোনো ক্যান্সারের কোষ নেই।

হাসপাতালে দীপিকা কক্কর ও তার পাশে তার স্বামী শোয়েব ইব্রাহীম। ছবি - সংগৃহীত

শোয়েব বলেন, দীপিকার শরীরে যেই টিউমার ধরা পড়েছিল, তা বেশ ঝুঁকিপূর্ণ ছিল। বায়োপসি রিপোর্টেও শঙ্কার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এই ধরনের টিউমার বারবার ফিরে আসার প্রবণতা থাকে। তবে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি সফলভাবে অপসারণ করা হয়েছে।’

তবে চিকিৎসা আরও বাকি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দীপিকার চিকিৎসা এখানেই শেষ নয়। তার এখন ‘টার্গেটেড থেরাপি’ শুরু হবে, যা ওষুধের মাধ্যমে চালানো হয়। এই চিকিৎসা দেড় থেকে দুই বছর পর্যন্ত চলতে পারে। 

পর্দায় সহশিল্পী হওয়ার পাশাপাশি বাস্তব জীবনেও একে অপরের জীবনসঙ্গী দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। ছবি - সংগৃহীত

শোয়েব আরও জানান, এখন দীপিকা ভালো আছেন, তবে ভবিষ্যতে যদি কোনো জটিলতা দেখা দেয়, চিকিৎসকরা তখনই নতুন পরিকল্পনা নেবেন। ১১ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরার পর দীপিকা স্বামীর জন্মদিন উদযাপন করেছেন পরিবারের সঙ্গে। চিকিৎসার পুরো সময় জুড়ে দীপিকার পাশে ছিলেন শোয়েব ও তার পরিবার।

দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। ছবি - সংগৃহীত

উল্লেখ্য, অভিনেত্রী দীপিকা কক্কর ভারতের ছোট পর্দার পরিচিত মুখ। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সসুরাল সিমর কা’তে ‘সিমর’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। তাছাড়া, রিয়ালিটি শো ‘বিগ বস ১২’-এ অংশ নিয়ে বিজয়ীর মুকুটও জয় করেন দীপিকা।

ব্যক্তিগত জীবনে অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে সংসার করছেন তিনি, যিনি তার সহশিল্পী হিসেবেও জনপ্রিয়। দীপিকার পেশাগত সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিত্ব, জীবনযাপন আর দাম্পত্যের গল্পও ভক্তদের কাছে বরাবরই আকর্ষণীয়।