শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


এফ এ শাহেদ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:১৪ এএম

জাতীয় সমাবেশে শক্তির জানান দেবে জামায়াত

এফ এ শাহেদ

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:১৪ এএম

জাতীয় সমাবেশে শক্তির  জানান দেবে জামায়াত

গণঅভ্যুত্থানের পর চাঙ্গা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রায় দুই দশক পর আজ শনিবার ‘সাত দফা’ দাবিতে জাতীয় সমাবেশ করছে। রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ময়দানসহ বিভিন্ন জায়গায় অতীতে অসংখ্য রাজনৈতিক কর্মসূচি করলেও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ইতিহাসে প্রথমবারের মতো এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের সমাবেশের মধ্য দিয়ে দলটির ব্যাপক জনপ্রিয়তা ও কর্মী-সমর্থকের শক্তির বহিঃপ্রকাশ দেখবে দেশবাসী এমটিই মনে করছেন জামায়াত নেতারা। 

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ হিসেবে চিহ্নিত হয়ে নজির স্থাপন করবে। এই সমাবেশে কমপক্ষে ১০ লাখ লোক সমাগম হবে, আবহাওয়া ভালো থাকলে যা আরও বাড়তে পারে। সমাবেশে অংশ নিতে দলের নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি। দলের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতি ও সাড়াদানকারী সমাবেশে পরিণত করতে  লঞ্চ, ট্রেনের পাশাপাশি ১০ হাজার বাস ভাড়াও করা হয়েছে। আজকের সমাবেশে সাত দফা ছাড়াও ডানপন্থি ও সমমনা দলগুলো মিলে বৃহৎ ঐক্যের ঘোষণা আসতে পারে। এদিকে এই সমাবেশে জনদুর্ভোগ হতে পারে উল্লেখ করে আগাম দুঃখ প্রকাশ করেছে দলটি। জাতীয় সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা ও বাড়তি ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

আজকের জাতীয় সমাবেশে সাত দফা দাবি ঘোষণা করা হবেÑ ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সব গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন করতে হবে, জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। 

দলের একাধিক সূত্রে জানা যায়, এই সাত দফা ছাড়াও ডানপন্থি ও সমমনা দলগুলো মিলে একটি বৃহৎ ঐক্যের ঘোষণা আসতে পারে আজকের সমাবেশ থেকে। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে দলের শীর্ষ নেতাদের সঙ্গে উপস্থিত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের অধিকাংশ দল। এ বিষয়ে জানতে চাইলে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সমাবেশকে ঘিরে আমাদের খুব ভালোভাবেই কার্যক্রম চলেছে। সারা দেশেই আলোড়ন তৈরি হয়েছে। লাখ লাখ লোকের সমাগম হবে। আমরা আশা করছি, ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি থাকবে।

তিন জোড়া ট্রেন, ১০ হাজার বাসসহ লঞ্চ রিজার্ভ:
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগদানের জন্য রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে দুটি স্পেশাল ট্রেন বরাদ্দ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে বিধিমোতাবেক ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রেন দুটির সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাতায়াতেও কোনো অসুবিধা হবে না।

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ট্রেন বরাদ্দের জন্য জামায়াতের রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারি কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী থেকে চলাচলকারী এ স্পেশাল ট্রেন বরাদ্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত অর্থাৎ আজ শনিবার রাত ১টায় স্পেশাল ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে এবং সমাবেশ শেষ করার পর রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর  উদ্দেশে ছেড়ে আসবে। 

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল ১৬ জুলাই এ চিঠি ইস্যু করেছেন। চিঠিতে জানানো হয়েছে, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) স্পেশাল ট্রেনটি পরিচালিত হবে। এ ট্রেনে ১৪টি বগি থাকবে এবং মোট আসনসংখ্যা ১ হাজার ১৭৯টি। এর মধ্যে ২৪টি এসি বার্থ ও বাকিগুলো শোভন চেয়ার। মধুমতি এক্সপ্রেস ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করলেও ওই দিন যমুনা সেতু হয়ে চলাচল করবে। বর্ণিত ট্রেনটি উভয় পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে। এদিকে, সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ রুটেও একটি স্পেশাল ট্রেন চলাচলের বরাদ্দ দেওয়া হয়েছে। গত ১৭ জুলাই বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষ থেকে ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ মোসা. আরফিন নাহার বরাদ্দের চিঠিটি ইস্যু করেছেন। এ চিঠিতেও বলা হয়, এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সমাবেশ সফল করতে এরই মধ্যে লঞ্চ ও ট্রেন ছাড়াও ১০ হাজার বাস ভাড়া করা হয়েছে।  

জামায়াতের দায়িত্বশীল নেতারা জানান, ১৯৭৯ সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর গত ৪৫ বছরে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী কখনো সমাবেশ করেনি। তবে বিএনপির সঙ্গে জোটে থাকতে তারা জোটবদ্ধভাবে সমাবেশে অংশ নিয়েছে। ফলে দলীয়ভাবে আয়োজিত এই সমাবেশকে বিশেষ কিছু এবং জাতীয় নির্বাচনের প্রাক্কালে জনসমর্থন প্রকাশের ক্ষেত্র হিসেবে দেখছে। একই সাথে, এই জাতীয় সমাবেশকে দলের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে যানজট ও জনদুর্ভোগ হতে পারেÑ এমন ধারণা করে আগাম দুঃখ প্রকাশ করলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিন বলেন, আমরা ধারণা করছি রাজধানীতে বিপুল লোকসমাগম হবে। এতে কিছু যানজট ও জনদুর্ভোগ হতেই পারে। এ জন্য আমরা আগেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। সেক্রেটারি জেনারেল বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জামায়াত বারবার নির্যাতিত হয়েছে, রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা রাজনৈতিক অধিকার চর্চার বাস্তব সুযোগ পেয়েছি। এই সমাবেশে সব রাজনৈতিক দল ও শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সব মহলকে সঙ্গে নিয়েই এগোতে চাই আমরা। জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, সমাবেশ সফল করতে এরই মধ্যে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করা হয়েছে। তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। 

তিনি বলেন, সমাবেশ ঘিরে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবে। স্বেচ্ছাসেবক পরিচয়ের জন্য আলাদা ড্রেস থাকবে। ঢাকা শহরের বাইরে থেকে ঢাকা এবং পার্শ¦বর্তী জেলা থেকে যারা আসবেন তাদের গাড়ি পার্কিংয়ের জন্য কমপক্ষে ১৫টি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চতুর্দিকে, ভেতরে ও বাইরে মিলিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের ১৫টি মেডিকেল বুথ থাকবে। একাধিক বেড সংবলিত প্রতিটি বুথে ২ জন করে এমবিবিএস ডাক্তার থাকবেন। জরুরি ওষুধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসও রাখার ব্যবস্থা করেছি। 

আজকের জাতীয় সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে রাজধানী। রাজধানীর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, বাইরে থেকে আসা গাড়ির ব্যবস্থাপনা ও সার্বিক বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ডিএমপি কার্যালয়ে বৈঠক করেছে জামায়াত। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের জানান, সমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সমাবেশ সফলভাবে আয়োজনে দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু’পক্ষ থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আমাদের সর্বাত্মক সহায়তা করছে।

উল্লেখ্য, ১৯৪১ সালে পাকিস্তানের লাহোরে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী পাকিস্তান, ভারত ও বাংলাদেশে একযোগে রাজনৈতিক কার্যক্রম শুরু করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি নিষিদ্ধ করে তৎকালীন সরকার। ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকা-ের পর রাজনৈতিক পট পরিবর্তনের একপর্যায়ে ১৯৭৭ সালে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। ১৯৭৯ সালের মে মাসে আব্বাস আলী খানের নেতৃত্বে জামায়াতে ইসলামী আবার কার্যক্রম শুরু করেন। 

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!