মৌসুমি বায়ুর অধিক সক্রিয়তার কারণে গত কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে বৃষ্টি নামে রাজধানীর বিভিন্ন এলাকায়। এরপর বৃষ্টির কিছুটা বিরতি হলেও সারা দিনই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। তবে বৃষ্টির এই প্রবণতা আজ শনিবার থেকে অনেকটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
আমাদের দেশে বর্ষা শেষ হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে এসে। এর আগ পর্যন্ত দেশে বৃষ্টি থাকবে। বিগত কয়েক দিনের তুলনায় আগামীকাল (শনিবার) থেকে দেশে বৃষ্টি কমে যেতে পারে। তবে আগামী ১২ আগস্ট থেকে বৃষ্টি আবার বাড়তে পারে। বৃষ্টি কমে গেলে ভাপসা গরমও অনুভূত হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। গতকাল রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ২ মিলিমিটার। গতকাল দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস বরিশালে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল গতকাল।
এদিকে গতকাল ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া অফিসের। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণেরও পূর্বাভাস ছিল।
পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :