‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাদইদহের কোটচাঁদপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে কোটচাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুল ইসলাম, জেলা বন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা জাহিদ ইসলাম, প্রকল্প কর্মকর্তা জহুরুল ইসলাম, তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানা, বন কর্মকর্তা শফিকুল ইসলাম, একাডেমি সুপারভাইজার ফারুখ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হৃদয় হাসানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্টলে কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর ও বিভিন্ন নার্সারির মালিকেরা দেশি ও বিদেশি ফলের গাছের চারা প্রদর্শন করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন