জানো কি?
- শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।
- হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।
- বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের রং হালকা হয়ে যায়।
- গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেত।
- এশিয়ার একমাত্র খ্রিষ্টান দেশ ফিলিপাইন।
- মানুষের আঙ্গুলের ছাপ যেমন অনন্য, তেমনি কুকুরের নাকও। নাক দিয়ে কুকুর শনাক্ত করা সম্ভব।
- হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুণ দ্রুত বাড়ে।
- আলকেমিরা পরশ পাথর দিয়ে স্বর্ণ তৈরির ব্যর্থ প্রয়াস চালায়। মজার ব্যাপার হলো বিজ্ঞানী আইজ্যাক নিউটনও এর পেছনে অনেক সময় ব্যয় করে।
- একজন ব্যক্তি গড়ে প্রতিদিন এক গ্যালনের এক চতুর্থাংশ শ্লেষ্মা গিলে ফেলে।
- প্রশান্ত মহাসাগরে এমন একটি আবর্জনার স্তূপ ঘূর্ণায়মান আছে যার আকার টেক্সাসের সমান।
- প্রতি ৭ বছরে মানুষের শরীরের বিভিন্ন অংশ একবার করে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ ৭ বছর আগে আপনি যা ছিলেন, ৭ বছর পর আপনি আর সে রকম নেই।
- এড়ড়মষব-এর সার্চ বক্সে এড়ড়মষব উল্টো করে লিখলে (ঊষমড়ড়ম) এমন এক সাইটে ওপেন হবে যা মূল সাইটের সম্পূর্ণ উল্টো।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন