‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ পালিত হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনীম। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ছোঁয়া হ্যাচারি লিমিটেডের ম্যানেজার ড. রফিকুর রহমান ও মৎস্য খামারি আ ন ম সফিকুল ইসলাম জ্যাকি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন