কুমিল্লার হোমনা-ভায়া মুরাদনগর ২৩ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ আর গর্তে জমে থাকা পানির কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
স্থানীয়রা জানান, সড়কটি প্রায় আট বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। হোমনা চৌরাস্তা ও পৌর এলাকার অংশে গর্তের পরিমাণ বেশি। সিএনজিচালক নুরআলম বলেন, ‘প্রতিদিন ঝাঁকুনি খেতে খেতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।’ ঘারমোড়া বাজারের ব্যবসায়ী স্বপন জানান, ‘গর্তে পড়ে মালামাল নষ্ট হয়, গাড়ি উল্টে যাওয়ার ভয় থাকে। ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।’
হোমনা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, সওজ কর্মকর্তাদের সঙ্গে বারবার আলোচনা হয়েছে, শিগগির সংস্কার কাজ শুরু হবে। সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম জানান, ‘হোমনা-মুরাদনগর সড়ক উন্নয়নের প্রস্তাব বরাদ্দের জন্য পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে টেন্ডার হবে।’ তবে স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাসই পাচ্ছেন, বাস্তবে কাজ হচ্ছে না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন