বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ১২:৩৯ এএম

চার আসামি ৩ দিনের রিমান্ডে, একজনের স্বীকারোক্তি - সিসা বারে হত্যাকাণ্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ১২:৩৯ এএম

চার আসামি ৩ দিনের রিমান্ডে, একজনের স্বীকারোক্তি - সিসা বারে হত্যাকাণ্ড

বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করে আসামি আব্দুল মালেক মুন্না জবানবন্দি দিয়েছেন। অপর চার আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মুন্না স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক জবানবন্দি রেকর্ড করা শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে চার আসামির রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেনÑ মীর হোসেন (২২), ফজলে রাব্বি (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখ মুন্নাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করেন। হত্যার দায় স্বীকার করে আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চান মর্মে তা রেকর্ড করার আবেদন জানান। পৃথক আবেদনে কারাগারে থাকা অপর চার আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। 

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে হত্যাকা-ে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। রিমান্ডে দিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এ সময় আসামিদের আইনজীবীরা রিমান্ড নাকচ করে জামিন চেয়ে আবেদন করেন। তবে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ চারজন কারাগারে ছিলেন। রিমান্ডে নেওয়ার আবেদন শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়। 

গত শনিবার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে চারজনকে কারাগারে পাঠানো হয়। একই দিন মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেক আসামি মাকসুদুর রহমান হামজাকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। আগের দিন শুক্রবার এই দুজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। অপর চারজনকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ছয়জন গ্রেপ্তার হয়েছেন। 

গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সিসিটিভির ভিডিওতে দেখা যায়, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরেন। এর মধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে। পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যান। ঘটনার পরদিন শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। 

র‌্যাব বলেছে, ইন্টারনেট ব্যবসায়ী রাব্বি ও তার বন্ধু নুরুল ইসলাম খোকন সেদিন ওই সিসা বারে যান। ভোর সাড়ে ৫টার দিকে ভবনের চতুর্থ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় মুন্না ও হামজা পথ রোধ করেন রাব্বির। তখন মুন্নাকে দেখে রাব্বি জানতে চায়, ‘তুই এ সময় এখানে কেন?’ ওই কথা বলামাত্রই রাব্বির সঙ্গে মুন্না ও হামজার বিত-া শুরু হয়। একপর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা চাকু বের করে রাব্বিকে উপর্যুপরি আঘাত করেন। রাব্বির সঙ্গে মুন্না ও হামজা দীর্ঘদিন ধরে ওই সিসা বারে যেতেন। সেখানে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে ‘দ্বন্দ্ব’ চলছিল। বুধবার রাত ১টার দিকে মুন্নাকে সিসা লাউঞ্জ থেকে বের হয়ে যেতে বলেন রাব্বি। এ ঘটনার পাশাপাশি পূর্বশত্রুতার জেরে ভোরবেলা রাব্বিকে হত্যা করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বলেছে র‌্যাব।
 

রূপালী বাংলাদেশ

Link copied!