- ভোগান্তিতে ব্যবসায়ী, ক্রেতা ও শিক্ষার্থীরা
- সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর সড়কটি নির্মাণের পর দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ফলে চরম ভোগান্তিতে পড়ছে ওই সড়কে চলাচলকারী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিপণ্যসহ অনান্য মালামাল পরিবহন। এই সড়কের বেহাল দশায় প্রভাব পড়েছে নারায়ণপুর বাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতেও। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত। রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায় সড়কটিতে। এ অবস্থায় যানবাহন চলাচলে রাস্তাটি খানাখন্দে পরিণত হয়েছে। দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি বেলাব উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ। ফলে রাস্তাটির অধিকাংশ জায়গায় বিশেষ করে নারায়ণপুর মোল্লাবাড়ির সামনে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে যাতায়াতকারীরা পড়েছে চরম বিপাকে। সেই সঙ্গে সামান্য বৃষ্টিতে কাদাময় হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে সড়কটি।
স্থানীয়রা জানান, সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর-বটিবন্দ-দুলালকান্দির এই আঞ্চলিক সড়কের দুই প্রান্তে দুটি বড় বাজার রয়েছে। বাজারে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনে একমাত্র সড়ক এটি। নারায়ণপুর ইউনিয়নসহ পাশর্^বর্তী সল্লাবাদ ইউনিয়ন ও আশপাশের এলাকার হাজারো জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ ১২ ফিট এই সড়ক ২০০০ সালে নির্মাণ করা হয়। নির্মাণের কয়েক বছর পর থেকেই খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল দশায় পরিণত হয় সড়কটি। সড়কের বেশির ভাগ অংশের পিচ উঠে গেছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় সড়কের দুই প্রান্তে অবস্থিত নারায়ণপুর বাজার ও দুলালকান্দি বাজারে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে বেড়েছে ভোগান্তি।
স্থানীয় বাসিন্দা মো. মাসুদ মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সড়কটিতে দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় এবং রাস্তার পাশে ড্রেনের ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই বাজারেই একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি কলেজ রয়েছে। ফলে এই রাস্তা দিয়েই প্রতিদিন শত শত শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার জন্য যাতায়াত করে। তাদের যাতায়াতে খুবই সমস্যা হয়, কাদা লেগে অনেক সময় স্কুল ড্রেস নোংরা হয়ে যায়। রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ারও কোনো উপায় নেই। তাই রাস্তাটি মেরামত করা অতি জরুরি। আমি ব্যক্তিগতভাবে কিছু ইট-রাবিশ রাস্তায় দিয়েছি।’
নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে আসা-যাওয়া করি, রাস্তায় পানি জমায় আমাদের হাঁটাচলায় সমস্যা হয়, মাঝেমধ্যে পা পিছলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। আমি এই পরিস্থিতির পরিবর্তন চাই।’
এ বিষয়ে বেলাব উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, ‘নারায়ণপুর বাজারের রাস্তার দুপাশের দোকানগুলো উঁচু করে ফেলায় সড়কে পানি জমে থাকে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অতি দ্রুত ড্রেনের ব্যবস্থা করা হলে সমস্যার সমাধান হবে।’

আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন