লালমনিরহাটের কালীগঞ্জে হাসিবুর রহমান (৩১) নামের এক ভুয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
গতকাল দুপুরে উপজেলা চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ওষুধ বিক্রি ও ভুয়া পদবি ব্যবহারের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত ওই ভুয়া ডাক্তার হাসিবুর রহমান লতাবর এলাকার সামছুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ ছাড়া রোগীর ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ডাক্তার লিখেন। মেডিকেল ও ডেন্টাল আইন-২০১০ অনুযায়ী নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও ভুয়া পদবি ব্যবহারের দায়ে হাসিবুরকে তিন মাসের কারাদ- দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার হাসিবুর রহমান দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ওষুধ বিক্রি ও ভুয়া পদবি ব্যবহার করে রোগী দেখছে। এতে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা ছিল। ভুয়া ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে মেডিকেল ও ডেন্টাল আইন-২০১০-এর ২৯ ও ৩০ ধারায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন