কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০টি কৃষক গ্রুপের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়েছে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় কুড়িগ্রাম খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক (শস্য) আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার রায় ঈশোর, ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণসহ ১০টি কৃষক গ্র”পের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন