মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন।
তিনি জানান, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে গড়ে ওঠা সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রতারণা ও অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী।
এর আগে গত ২০ আগস্ট সিআইডি মালয়েশিয়া জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপনের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোকের আদেশ পায় আদালত থেকে। ওই মামলার তদন্তের সময়ই মাসুদ উদ্দিন চৌধুরীসহ আরও ৩৩ জনের জড়িত থাকার প্রমাণ মেলে।
সিআইডির তথ্যমতে, সিন্ডিকেটটি জনশক্তি রপ্তানির নামে প্রায় ৮ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিপুল অঙ্কের এ অর্থ দিয়ে তারা ঢাকার বসুন্ধরা, বনানী ও উত্তরা এলাকায় বাড়ি এবং জমি কিনে অঢেল সম্পদের মালিক হয়েছেন।
রুহুল আমিন স্বপনের মালিকানাধীন ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় ২৩১ কাঠা জমি ক্রয় করে। এসব জমি ও অবকাঠামোর দলিলমূল্য আনুমানিক ১৫ কোটি ৫৫ লাখ টাকা হলেও বাজারমূল্য প্রায় ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। আদালতের নির্দেশে ইতোমধ্যে এসব স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।
সিআইডি জানায়, মানিলন্ডারিংসহ নানা দুর্নীতির ঘটনায় রুহুল আমিন স্বপন ও মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে যুক্ত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। সঠিক প্রমাণ সংগ্রহ করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন