সিলেটে এবার পুকুর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় লাখ ঘনফুট পাথর। এগুলো সাদাপাথর থেকে লুট করে এনে পুকুরের পানির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারের পর সেই পাথর আবার সাদাপাথরে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সিলেট সদর উপজেলা প্রশাসন। এ সময় তাদের সহযোগিতা করেন এপিবিএন সদস্যরা।
জানা যায়, সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় আগে থেকে জব্দ করা কিছু পাথর কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপনের জন্য প্রশাসন কাজ করছিল। তখন এই দুই এলাকার পাঁচটি পরিত্যক্ত পুকুরে পাথর থাকার বিষয়টি তারা ধারণা করেন। পরে এক্সেভেটরের সাহায্যে তারা পাথরগুলো উত্তোলন করতে সক্ষম হন।
উদ্ধারকৃত পাথর এখনো পরিমাপ করা সম্ভব হয়নি, তবে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ জানান, আনুমানিক দেড় লাখ টন হতে পারে। তিনি বলেন, মোট ধোপাগুল ও লালবাগ এলাকার মোট পাঁচটি পরিত্যক্ত পুকুরে পাথরগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় কোনো আটক নেই। উদ্ধারকৃত পাথর পরিমাপ করে সাদাপাথরে প্রতিস্থাপন করা হবে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইৎ এ প্রসঙ্গে বলেন, প্রায় দেড় লাখ টন পাথর আজ উদ্ধার হলো। আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন