বাংলাদেশের বাজারে ল্যাপটপ পোর্টফোলিওর নতুন সংযোজন হিসেবে টেকনো মেগাবুক কে১৫এস এএমডি নিয়ে আসা হয়েছে। পেশাদার, শিক্ষার্থী ও প্রতিদিনের ব্যবহারকারী যারা স্টাইলিশ, অল-মেটাল লাইটওয়েট ডিজাইনে নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, তাদের জন্য ডিভাইসটি এএমডি রাইজেন ৫ ৭৪৩০ইউ প্রসেসর (২.৩ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ পর্যন্ত, ৬ কোর, ১২ থ্রেড) এবং এএমডি রাডএওন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা কাজ এবং বিনোদন দুই ক্ষেত্রেই ভালো পারফরম্যান্স নিশ্চিত করে।
কে১৫এস-এ ১৬:৯ আসপেক্ট রেশিও ও ৩০০ নিটস ব্রাইটনেসসহ ১৫.৬ ইঞ্চি অ্যান্টি-গ্লেয়ার এফএইচডি ডিসপ্লে (১৯২০ী১০৮০) ব্যবহার করা হয়েছে; পাশাপাশি, এর ৬০ হার্জ রিফ্রেশ রেট। এতে পর্যাপ্ত স্থান এবং অবিশ্বাস্য দ্রুত ডেটা অ্যাক্সেস নিশ্চিত করতে ৩২ জিবি পর্যন্ত এক্সপানশন স্লটসহ ১৬ জিবি ডিডিআর৪ র?্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
এই ক্যাটাগরির একটি সাধারণ সমস্যা সমাধানের অংশ হিসেবে এতে ৬৫ ওয়াট জিএএন ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৭০ ওয়াট-আওয়ার ব্যাটারি নিয়ে আসা হয়েছে। এতে একটি পূর্ণাঙ্গ কিবোর্ড ব্যবহার করা হয়েছে, যেখানে একটি নিউমেরিক কিপ্যাড এবং আলোর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে চার স্তরের ব্যাকলাইটিং রয়েছে। ডিউরেবিলিটি সমৃদ্ধ করতে স্বতন্ত্র নিউমেরিক কিপ্যাডটিতে ইউভি কোটিং দেওয়া হয়েছে; যেখানে ২-ইন-১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক অ্যাক্সেস নিশ্চিত করে। টেকনো মেগাবুক কে১৫এস এএমডি এর মূল্য নির্ধারিত হয়েছে ৫৩ হাজার ৫০০ টাকা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন