পরিবেশ রক্ষা ও সচেতনতার অংশ হিসেবে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে শহর রক্ষা বাঁধে নিমগাছ রোপণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দড়াটানা ব্রিজ থেকে মুনিগঞ্জ ব্রিজ পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় ৫ শতাধিক নিমগাছের চারা রোপণ করা হয়।
শহরের বাসিন্দারা বলেন, শহর রক্ষা বাঁধে আগে গাছ ছিল, কিন্তু এখন কমে গেছে। ছাত্ররা আবার নতুন করে গাছ লাগিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। নিমগাছ বড় হলে পরিবেশ ঠান্ডা হবে, বাতাস পরিষ্কার হবে। তবে শুধু গাছ লাগানো নয়, এগুলো নিয়মিত পরিচর্যা করলেই প্রকৃত সুফল পাওয়া যাবে বলে জানা তারা।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুন, আল ইমরান, ওয়ালিদ হোসেন, সামিম মুনশি, ইমন শেখ, জসিম মিনা, রেহিত হালদার, মো. রাব্বি শেখ প্রমুখ অংশ নেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন