রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন দেশটির নেতা কিম জং উন। এসময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের সংখ্যা নিশ্চিত করেনি পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, উত্তর কোরিয়া ২০২৪ সালে রাশিয়ায় ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছিল, যাদের মধ্যে ৬০০ জন নিহত এবং আরো হাজার হাজার আহত হয়েছেন। মূলত কুরস্ক অঞ্চলে এই সেনাদের পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে ছিল আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট।
কিম শুক্রবার (২৯ আগস্ট) সেনাদের পরিবারের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেন। সেখানে তিনি বলেন, ‘আমি অন্যান্য শহীদদের পরিবার সম্পর্কে অনেক ভেবেছিলাম যারা সেখানে উপস্থিত ছিলেন না। তাই, আমি এই সাক্ষাতের আয়োজন করেছি। কারণ আমি সব বীরদের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাদের দুঃখ ও যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি দিতে চেয়েছিলাম।’
উত্তর কোরিয়া এপ্রিল মাসে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করার জন্য সেনা মোতায়েন করার বিষয়টি নিশ্চিত করেছে এবং স্বীকার করেছে যে, তাদের সেনারা যুদ্ধে নিহত হয়েছে। গত সপ্তাহে কেসিএনএ কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবেগপ্রবণ কিম একজন ফিরে আসা সেনাকে জড়িয়ে ধরেছেন। কিমকে নিহত সেনাদের শ্রদ্ধা জানাতে এবং তাদের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে পাশে পদক এবং ফুল রাখতেও দেখা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন