বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১২:৩৮ এএম

গণমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন

পোর্টাল বন্ধের হুঁশিয়ারি ফয়েজ তৈয়্যবের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১২:৩৮ এএম

পোর্টাল বন্ধের হুঁশিয়ারি  ফয়েজ তৈয়্যবের

গণমাধ্যম জুয়ার বিজ্ঞাপন প্রচারে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে অভিযোগ করে নিউজপোর্টাল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। গুগল অ্যাডসেন্স থেকে আসা বিদেশি বিজ্ঞাপন থেকে জুয়া সম্পর্কিত কনটেন্ট বন্ধ না করলে সংবাদ মাধ্যমগুলোর ওয়েবসাইট ‘ব্লক’ করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘প্রায় সব মিডিয়া অনিরাপদ কনটেন্ট, জুয়ার বিজ্ঞাপনে অংশ নেয়। কারণ এখান থেকে তাদের আয় হয়। এগুলো বন্ধ না করলে পোর্টাল ‘ব্লক’ করে দেব’। এ সময় তিনি দৈনিক যুগান্তর, দৈনিক ভোরের কাগজ, জাগো নিউজ, বাংলাদেশ টাইমসসহ মূল ধারার কয়েকটি গণমাধ্যমের নামও উল্লেখ করেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে ‘অনলাইন জুয়া প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন ফয়েজ তৈয়্যব। তিনি বলেন, ‘প্রায় সব মিডিয়া অনিরাপদ কনটেন্ট, জুয়ার বিজ্ঞাপনে অংশ নেয়। যুগান্তর, ভোরের কাগজ, গতকাল পর্যন্ত বিজ্ঞাপন প্রচার করেছে। যেকোনো মুহূর্তে বন্ধ করে দেব’। তবে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করার চেষ্টা করা হলে তিনি কোনো প্রশ্ন শুনবেন না বলে জানান। তিনি বলেন, ‘এটা সংবাদ সম্মেলন না। কোনো প্রশ্ন নেব না’।

জুয়ার অর্থ লেনদেনে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) প্ল্যাটফর্মগুলোর সংশ্লিষ্টতা তুলে ধরে ফয়েজ বলেন, ‘যে যে এমএফএস অ্যাকাউন্ট থেকে জুয়ার সংশ্লিষ্টতা আছে, যে যে ওয়েবসাইটে জুয়ার বিজ্ঞাপন চলে সেগুলো ব্লক করা হবে। এরই মধ্যে ৪ হাজার ৮২০টি এমএফএস অ্যাকাউন্ট এবং ১ হাজার ৩৩১টি ওয়েবপোর্টাল বা লিঙ্ক বন্ধ করেছি। তবে একটা নম্বর ব্লক করা হলে, (অপরাধীরা) বেশি সংখ্যক নম্বর তৈরি করে। ওয়েবসাইটের আইপি চেঞ্জ করে, এরপর অ্যাপ থেকে করে। ‘আন-আপ্লিশড’ অ্যাপ ‘এপিকে’ দিয়ে করে।’ এ জন্য বিভিন্ন জুয়ার গ্রুপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের জুয়ার খেলোয়াড় হিসেবে ঢুকানোর আহ্বান জানিয়েছেন তিনি। এর মাধ্যমে জুয়া চক্রের বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফয়েজ আহমদ তৈয়ব।

মোবাইল ফোনের সাধারণ ব্যবহারকারীদের চুরি যাওয়া হ্যান্ডসেট ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফয়েজ তৈয়্যব জানান, আগামী নভেম্বরের মধ্যে ‘এনইআইআর’ (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার) চালু হবে। আগামী ২৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে গতকালের সভার পর বিটিআরসির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নভেম্বরের মধ্যে এনইআইআর চালু করা সম্ভব নাও হতে পারে।

সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে একটি জাতীয় পরিচয় পত্রের বিপরীতে একজন ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধনের সুযোগ সীমিত করার প্রস্তাব করা হয়। বিষয়টি সরকারের উচ্চপর্যায়েও আলোচিত হয়েছে বলে জানান ফয়েজ তৈয়্যব। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনই এটি বাস্তবয়ায়ন করা ‘একতরফা’ হবে বলে মন্তব্য করেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

তিনি বলেন, ‘সাইবার স্পেসে অপরাধীদের পরিচয় শনাক্ত করা বড় সমস্যা। তাই এ ব্যবস্থা করতে হলে সাধারণ ব্যবহারকারীদের অনেক ভোগান্তি পোহাতে হবে। আমাদের এমন একটি ব্যবস্থা করতে হবে যেন অপরাধীও শনাক্ত হয়, আবার হয়রানিও কমে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এখনই একজন ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধনের সীমা বেঁধে দেওয়ার কথা যারা বলছেন, তারা খুবই অপরিপক্ব কথা বলছেন’।

সভায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং এমএফএস প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!