ঢাকায় আসছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ। আগামী ২৭ অক্টোবর দুই দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন তিনি। এটিকে জার্মানির একটি উচ্চপর্যায়ের সফর হবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ সফরের মাধ্যমে জার্মানির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন ত্বরান্বিত হবে।
গতকাল মঙ্গলবার ঢাকার জার্মান দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭-২৮ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। এ ছাড়া জার্মান সংসদ সদস্য বরিস মিজাতোভিচ ২৬-২৮ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সফর করবেন। এরই মধ্যে জার্মানির একটি প্রতিনিধিদল গত ১৭-২১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করেছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুনের সফর করেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে ড. মুহাম্মদ ইউনূস ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক গভীর করার লক্ষ্যে বাংলাদেশ জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক চায় বলে মন্তব্য করেন। ওই মাসের ২৬ তারিখ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই স্বাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা জার্মান জনগণ ও জার্মান অর্থনীতির প্রশংসা করে বলেন, ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে জার্মানি বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। জার্মানির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা জার্মানির সঙ্গে একটি ভিন্ন সম্পর্ক, বিশেষ সম্পর্ক রাখতে চাই।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন