খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের ২০২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চারুকলা স্কুলের আঙিনায় এ বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ সিরাজুল হাকিম। অনুষ্ঠানের শুরুতে দুটি ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ ছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রিন্ট মেকিং ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. নিহার রঞ্জন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মাহবুব হোসেন। শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, শাফিন ইমতিয়াজ শিহাব, জারিন প্রভা প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন