ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গতকাল ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়ে টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের মেয়েদের। এর আগে ভারতের কাছে হেরেছিল তারা। টুর্নামেন্টের শেষ ম্যাচে আবার ভারতের মুখোমুখি হবে নারী দল। এই ম্যাচ তাদের জন্য নিছক আনুষ্ঠানিকতা ছাড়া কিছুই নয়। অন্যদিকে, বাংলাদেশকে রুখে দিয়ে সাফে বয়সভিত্তিক পর্যায়ে ভুটান প্রথম পয়েন্ট অর্জন করেছে। এ নিয়ে পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের অর্জন ১০ পয়েন্ট। চার ম্যাচে ভারত ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। গতকাল নেপালকে হারালে ভারতের পয়েন্ট হবে ১৫। ফলে এক ম্যাচ হাতে রেখেই তাদের শিরোপা জয় নিশ্চিত হবে। তখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ ম্যাচ হবে শুধুই নিয়ম রক্ষার।
চাংলিমিথাংয়ে ম্যাচের ছয় মিনিটে বাংলাদেশ লিড নেয়। পূর্ণিমা মারমা বক্সের ওপর জোরালো শটে গোল করেন। শুরুতে বাংলাদেশ এগিয়ে গিয়ে স্বাগতিক দলের ওপর ক্রমাগত আক্রমণ করতে থাকে। গত ম্যাচে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি গতকাল প্রথমার্ধেই জোড়া গোলের সুযোগ পেয়েছিলেন। তার একটি শট পোস্টে লেগে ফেরত আসে। আরেকবার ফিনিশই করতে পারেননি। স্বাগতিক ভুটান প্রথমার্ধের ইনজুরি সময়ে ম্যাচে ১-১ সমতা আনে। ভুটানি ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের দিকে এগোতে থাকেন। বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রাণী পোস্ট থেকে বেরিয়ে আসেন। তার পাশ দিয়ে বল জালে ঠেলেন ভুটানি ফরোয়ার্ড। এতে ম্যাচে সমতায় দুই দল ড্রেসিংরুমে ফেরে। বিরতির পর বাংলাদেশই বেশি আক্রমণ করেছে।
ভাগ্য অবশ্য বাংলাদেশের সহায় ছিল না। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের একটি শট ক্রসবারে প্রতিহত হয়। সুরভী আকন্দ প্রীতি, মামনি চাকমা, থৈনু মারমা বেশ কয়েকটি আক্রমণ করেছিলেন। কোনোটিই গোলে পরিণত হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় অর্পিতা বিশ্বাসদের। দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী ফুটবলে দাপট দেখিয়ে চলছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র দলের পাশপাশি অনূর্ধ্ব-২০ নারী দলও এশিয়া কাপ নিশ্চিত করেছে। মাস দুয়েকের মধ্যে নারী দলের এই সাফল্যের মধ্যে সাফ অনূর্ধ্ব-১৭ দল নিয়েও ছিল চ্যাম্পিয়নের প্রত্যাশা। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট হাতছাড়া হওয়ায় শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন