মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:০৪ এএম

‘অন্ধ বালক’ তৌসিফ

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১২:০৪ এএম

‘অন্ধ বালক’ তৌসিফ

তরুণ নির্মাতা ভিকি জাহেদ মানেই সাসপেন্স, মিস্ট্রি বা থ্রিলারের জমজমাট আয়োজন, সঙ্গে যুক্তি আর ব্যাখ্যার নিখুঁত প্রক্ষেপণ। দেশীয় একটি ওটিটিতে আসছে তার পরিচালিত ফ্ল্যাশ ফিকশন ‘অন্ধ বালক’।

ভিকি জানান, ‘অন্ধ বালক’ লেখা নাজিম-উদ-দৌলার। এ গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। কিন্তু সেই পরিণতিতে পৌঁছাতে অন্যরকম পথে হাঁটতে হয় চরিত্রদের। এখানে ভাগ্য, ভবিষ্যৎ বাণীর মতো বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল রয়েছে।

এই নির্মাতা বলেন, ‘ঢাকার বিভিন্ন লোকেশনে ‘অন্ধ বালক’-এর শুট হয়েছিল। নাজিম-উদ-দৌলা ভাইয়ের গল্পটা বেশ ইন্টারেস্টিং। শর্টফিল্ম থেকেই আমার উত্থান। তাই স্বভাবতই ফ্ল্যাশ ফিকশন প্রজেক্টের প্রতি আগ্রহী হই। আমার বিশ্বাস দর্শক একটা ভিন্ন স্বাদের গল্প দেখতে পারবেন।’

‘অন্ধ বালক’ ফ্ল্যাশ ফিকশনে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তার চরিত্রের নাম অর্ক, আর দিনা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। ভালোবাসায় মত্ত দুই তরুণ-তরুণী। কিন্তু হঠাৎ করেই তাদের ভালোবাসায় ফাটল ধরে। দুজনের মাঝে চলে আসে এক অন্ধ বালকের প্রসঙ্গ। দিনার বিশ্বাস এই ফাটলকে আরও গভীর করে তুলতে থাকে।

ভিকি জাহেদের পরিচালনায় জনপ্রিয় কাজ রয়েছে তৌসিফ মাহবুবের। ‘অন্ধ বালক’ কনটেন্টটিকে দর্শকরা ভালোভাবেই নেবে বলে আশা করছেন এই অভিনেতা। তৌসিফ মাহবুব বলেন, ‘এ গল্পে দারুণ এক টুইস্ট রয়েছে।’

এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আছেন শিল্পী সরকার অপু, দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক। নাজিম-উদ-দৌলার গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম-উদ-দৌলা এবং ভিকি জাহেদ।

বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে (১৮ সেপ্টেম্বর) কনটেন্টটি মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অন্ধ বালক’। এটি তাদের দ্বিতীয় ফ্ল্যাশ ফিকশন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!