বাংলাদেশের প্রখ্যাত গিটারিস্ট সাকীল মোহাম্মদ সাবীর উদ্দীন দীপন জীবনের এই পর্যায়ে এসে যেন পরিপূর্ণ জীবন উদযাপন করছেন। কারণ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার বিচারক হিসেবে যেমন তিনি কাজ করেছেন। ঠিক তেমনি একজন গিটারিস্ট হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিশেষ সম্মাননাতেও ভূষিত হয়েছেন। সম্প্রতি ‘জিয়া শিশু একাডেমি’ আয়োজিত তেরোতম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি ২০২৫’-এর প্রাথমিক বাছাই পর্বশেষে ৬৪ জেলা থেকে প্রতিটি বিষয়ে ৬৪ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রাথমিক বাছাই থেকে ফাইনাল রাউন্ড পর্যন্ত গিটার বিষয়ে গিটারিস্ট ও সংগীত পরিচালক সাকীল মোহাম্মদ সাবীর উদ্দীন দীপন বিচারকার্য পরিচালনা করেন।
যদিও এই প্রতিযোগিতায় প্রতিযোগিরা নাচ, গান, আবৃত্তি, অভিনয় এবং তবলাতেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দীপন জানান সারা বাংলাদেশ থেকে ৪০ হাজার প্রতিযোগি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই বিচারকার্য পরিচালনা করার জন্য ‘জিয়া শিশু একাডেমি’ থেকে দীপনকে সম্মাননা প্রদান করা হয়। আবার গত ২০ সেপ্টেম্বর ছিল দীপনের জীবনের আরেক অর্জনের দিন। কারণ সেদিন রাজধানীর প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে একজন গুণী গিটারিস্ট হিসেবে দীপনের হাতে ‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫’ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)এর মহাসচিব কাদের গণি চৌধুরীর হাত থেকে দীপন এই সম্মাননা গ্রহণ করেন।
একই অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনেত্রী ফারজানা ছবি, শিউলী শিলাও ‘ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হন। সাকীল মোহাম্মদ সাবীর উদ্দীন দীপন বলেন, ‘আন্তরিক কৃতজ্ঞতা জানাই জিয়া শিশু একাডেমির সংশ্লিষ্ট সবাইকে যারা আমাকে শাপলা কুঁড়ি ২০২৫-এর বিচারকার্য পরিচালনায়র দায়িত্ব দিয়েছেন। সেই সঙ্গে দায়িত্ব যথাযথ পালনের কারণে সম্মাননাও প্রদান করেছেন। আরও অনেক বেশি কৃতজ্ঞতা ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫-এর সঙ্গে সম্পৃক্ত সবযাইকে। উল্লেখ্য, দীপন ১৯৯৬ সালে মাস্টার্সের পর ১৯৯৭ সাল থেকে একজন পেশাদার গিটারিস্ট হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। নেক্সাস টিভিতে তার পরিচালনায় ও উপস্থাপনায় প্রচার হচ্ছে গানের অনুষ্ঠান ‘গুনগুন’। এ ছাড়াও শিগগিরই গাজী টিভিতে প্রচারে আসছে দীপনের পরিকল্পনায় ও পরিচালনায় গানের অনুষ্ঠান ‘মেলোডি মোমেন্টস’।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন