নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গত শনিবার রাতে সিপিসি-২, র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল উপজেলার হাসপাতাল গেট এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেনÑ সদর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ফাহাদ আলীর ছেলে সোহেল রানা (৩৮) ও আনোয়ার হোসেনের ছেলে সোহাগ (২৫)।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে শনিবার রাত ৮টার দিকে রাণীনগর-আত্রাইগামী সড়কের রাণীনগর হাসপাতাল গেট এলাকায় র্যাবের টহল দল অভিযান চালায়। অভিযানে সোহেল রানা ও সোহাগকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার দুজনকে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই র্যাবের পক্ষ থেকে রাণীনগর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, গ্রেপ্তার দুজনকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন