চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পর্শে আসমা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পরৈকুড়া ইউনিয়নের ভিংরোল ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার ওই এলাকার মোহাম্মদ তারেকের স্ত্রী।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে আসমা আক্তার ছাদে শুকানো কাপড় আনতে গেলে পাশের পল্লী বিদ্যুতের তার তার শরীর স্পর্শ করে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আসমা আক্তারকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন