সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে কুমিল্লায় ‘মিট দ্য বরোয়ার’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার কুমিল্লা সোনালী ব্যাংক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রিন্সিপাল অফিস কুমিল্লা নর্থ, কুমিল্লা সাউথ ও কুমিল্লা করপোরেট শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আশী আশরাফ আবু তাহের। প্রিন্সিপাল অফিস, কুমিল্লা নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার'স অফিস কুমিল্লার জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. গোলাম সিদ্দিক ও প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন