ময়মনসিংহের গৌরীপুরে ভূটিয়ারকোনা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে নিজ প্রতিষ্ঠানে লাঞ্ছিত করে বের করে দেওয়ার ঘটনার প্রতিবাদে সম্মিলিত শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার শহরের পুরোনো সোনালী ব্যাংক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ছিদ্দিকের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন। বক্তব্য দেন ড. এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন