সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৪৯ এএম

মাদ্রিদ ডার্বিতে বিধ্বস্ত রিয়াল

জোড়া গোলে নায়ক আলভারেজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৪৯ এএম

জোড়া গোলে নায়ক আলভারেজ

স্প্যানিশ লা লিগায় শনিবার দিবাগত রাতে মাদ্রিদ ডার্বি পরস্পরের মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। এ দুই দলের ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে। ৭ গোলের থ্রিলার জিতেছে আতলেটিকো মাদ্রিদ। এটি তাদের এক ঐতিহাসিক জয়। কেননা, ৭৫ বছর পর রিয়ালের বিপক্ষে এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়ল ক্লাবটি। সর্বশেষ ১৯৫০ সালে রিয়ালের বিপক্ষে ৫ গোল করেছিল আতলেতিকো। এস্তাদিও মেত্রোপলিতানোয় ৭০ হাজার দর্শক বিরল ঘটনার সাক্ষী হলো। মাদ্রিদ ডার্বিতে বিধ্বস্ত হওয়ার আগে রিয়াল ছিল লিগের একমাত্র অপরাজেয় দল, যারা টানা ছয় ম্যাচ জিতেছে। বিপরীতে ছয় ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে ছিল আতলেতিকো। এই আতলেতিকোকে ঐতিহাসিক জয় এনে দেন হুলিয়ান আলভারেজ। জোড়া গোল করে ম্যাচের নায়ক বনে যান এই তারকা ফুটবলার।

মাদ্রিদ ডার্বিতে ফেভারিট ছিল রিয়ালই। তবে মাঠের লড়াইয়ে বদলে গেছে সব হিসাব-নিকাশ। রিয়ালের ওপর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেই মাঠ ছেড়েছে আতলেতিকো। ঘরের মাঠে কৌশল এবং ব্যক্তিগত নৈপুণ্যসহ বেশ কিছু বিষয় আতলেতিকোর বড় জয়ে ভূমিকা রেখেছে। এই জয়ের নেপথ্যে অনেকটা কৃতিত্ব দিতে হবে আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনেকেও। সমালোচনার মুখে থাকা আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে কৌশলগত লড়াইয়ে কোচ জাবি আলোনসোকে পুরোপুরি ছাপিয়ে গেছেন। খেলোয়াড়দের উজ্জীবিত করা থেকে শুরু করে পরিবর্তনের সঠিক সময়Ñ সব জায়গাতেই সিদ্ধান্ত ছিল নিখুঁত। ড্রেসিংরুমে বার্তা দিয়েছেন, ‘চাপ নয়, খেলো এবং উপভোগ করো।’ খেলোয়াড়েরাও ঠিক সেটাই করেছে। এমনকি ডার্বি ম্যাচ সামনে রেখে বিশ্রাম কমিয়ে জোর দিয়েছেন প্রস্তুতিতে। আর এসবের ফলস্বরূপ আগের ছয় ম্যাচে যে রিয়াল মাত্র ৩ গোল খেয়েছিল, তারা এক ম্যাচেই হজম করেছে ৫ গোল। রিয়ালের বিপক্ষে সিমিওনের মূল কৌশল ছিল রিয়াল ফুলব্যাকদের পেছনে গিয়ে জায়গা বের করা। আর এই পরিকল্পনা দারুণভাবে কাজে লাগিয়েছেন নিকো গঞ্জালেস, হুলিয়ান আলভারেজসহ অন্যরা। তাদের গতিময় ফুটবল কারভাহাল আর কারেরাসকে ক্রমাগত চাপের মুখে ফেলেছে, যা রিয়ালের রক্ষণকে একরকম কোণঠাসাই করে ফেলে।

সিমিওনের এই কৌশলের কোনো পাল্টা জবাব দিতে পারেননি আলোনসো, যা রিয়ালের বড় হারের কারণ হয়েছে। মাঠের বাইরে সিমিওনে যেভাবে পার্থক্য গড়েছেন, মাঠে তা করেছেন আলভারেজ। আগের ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ফুটবলার। তার এমন ছন্দে থাকার বার্তা পেয়েও তাকে আটকানোর মতো কোনো পরিকল্পনা তৈরি করতে পারেনি রিয়াল। ফলাফলÑ রিয়ালের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন। ম্যাচে জোড়া গোল করা ফরোয়ার্ড হয়েছেন ম্যাচ-সেরাও। পাশাপাশি ম্যাচে সবচেয়ে বেশি (৩টি) সুযোগও তৈরি করেছেন তিনি। ম্যাচের আগেই অবশ্য রিয়ালের কাছ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার কথা বলেছিলেন আলভারেজ। সে কথা রাখলেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!