পটুয়াখালীর দুমকিতে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলাউদ্দিন মাসুদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (রু.দা.) একেএম সফিকুল ইসলাম, দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন