এসবিকে টেক ভেঞ্চারস লিমিটেড বিনিয়োগের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের বেশ কয়েকটি স্টার্টআপ মারাত্মক আর্থিক সংকটে পড়েছে। এতে তাদের প্রকল্পগুলো হুমকির মুখে পড়েছে এবং সামগ্রিকভাবে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের প্রতি আস্থা নড়বড়ে হয়ে গেছে।
জানা গেছে, অন্তত পাঁচটি প্রাথমিক পর্যায়ের স্টার্টআপ এসবিকের মাসের পর মাস প্রতিশ্রুতি ভঙ্গের কারণে বড় ধাক্কা খেয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সোনিয়া বশির কবির।
স্টার্টআপ প্রতিষ্ঠাতারা বলেন, বিনিয়োগের জন্য তাদের সঙ্গে বাছাই ও চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। এমনকি মৌখিক আশ্বাস দিয়ে কার্যক্রম সম্প্রসারণে উৎসাহিত করা হয়েছিল। কিন্তু এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোনো অর্থ ছাড় করা হয়নি।
এ প্রসঙ্গে মার্কোপোলোর প্রতিষ্ঠাতা তাসবিন বলেন, মনে হয়েছে যেন তিনি বাংলাদেশের সব ভালো স্টার্টআপ ধ্বংস করার এজেন্ডা নিয়ে কাজ করছেন। আমাদের অনুমতি ছাড়াই মিডিয়ায় প্রচারণা চালিয়েছেন। এ অভিজ্ঞতার পর কোনো বাংলাদেশি ভিসির প্রতি আমাদের আর আস্থা নেই।
একজন প্রতিষ্ঠাতা জানান, ফসলের প্রতিষ্ঠাতা সাকিব বলেন, এক বছরের প্রতিশ্রুতির পরও একটি টাকাও বিতরণ না করা চরম দায়িত্বজ্ঞানহীনতা। এতে শুধু আমাদের ক্ষতিই হয়নি, বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ইকোসিস্টেমের প্রতি আস্থা ও বিশ্বাস ক্ষুণœ হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন