শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ১১:৫১ পিএম

মিরপুরে বাস থেকে যাত্রী  নামিয়ে অগ্নিসংযোগ, গুলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ১১:৫১ পিএম

মিরপুরে বাস থেকে যাত্রী  নামিয়ে অগ্নিসংযোগ, গুলি

রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে বাসটির সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। অবশ্যই এর আগে বাসের সব যাত্রী ও চালক-হেলপারকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। ফলে আগুনে বাসটি পুড়ে গেলেও কারো কোনো ক্ষতি হয়নি। গত শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী বাসচালক ও যাত্রীরা জানান, সকাল ৭টার দিকে বাসটি যখন সেনপাড়া এলাকায় পৌঁছায়, তখন চার-পাঁচজন হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন। চালক যাত্রী ভেবে বাসটি থামান। থামানোর পর দুর্বৃত্তরা বাসে উঠেই চালক ও তার সহকারীকে পেটাতে শুরু করে এবং তাদের বাস থেকে নামিয়ে দেয়। এতে যাত্রীরা ভয় পেয়ে যায়। আতঙ্কে অনেকে বাস থেকে নেমে যায়। বাকিদেরও বাস থেকে নেমে যেতে বলে দুষ্কৃতকারীরা। যাত্রীরা নামতেই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় নিচে থাকা একজন বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর পুলিশের একটি টিমও ঘটনাস্থলে এসে অনেকের জবানবন্দি নেন। 

কাফরুল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সেনপাড়া মেট্রোরেলের ২৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটির মালিকানা নিয়ে দুই পক্ষের চলমান দ্বন্দ্বের ফলেই এ হামলা সংঘটিত হয়েছে। বাসের মালিকানা কে নেবে, তা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। আবার সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে। বাস মালিকদের একটি মামলা করতে বলা হয়েছে। তারা মামলা করবেন, তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!