রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রফেরত শিক্ষার্থী, একজন রিকশাচালক আর অন্যজন মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল শুক্রবার পৃথকভাবে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজারীবাগে যুক্তরাষ্ট্রফেরত শিক্ষার্থীর ঝুলন্ত লাশ: হাজারীবাগ মিতালি রোডের একটি বাসা থেকে বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস (২৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইংলিশ মিডিয়ামে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে গিয়ে পাঁচ বছর গ্র্যাজুয়েশন শেষে গত বছর দেশে ফেরেন। গতকাল বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ্যাধরী একাই ওই কক্ষে থাকতেন। রান্না নিজেই করতেন এবং মানুষের সঙ্গে খুব কমই মিশতেন। ১ অক্টোবর সন্ধ্যায় তিনি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন, এরপর আর বের হননি। গতকাল সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। মৃত্যুর কারণ তদন্ত শেষে ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত করা হবে।
গে-ারিয়ায় রিকশাচালকের লাশ: একই দিন সকালে গে-ারিয়ার ফরিদাবাদ এলাকা থেকে আব্দুল জলিল (৬০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গে-ারিয়া থানার এসআই তৌফিক আনান জানান, বেলা সোয়া ১২টার দিকে তুলার গলির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তিনি গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আব্দুল জলিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
রমনা পার্কের লেকে ভাসমান লাশ:
এদিকে রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে রমনা থানার এসআই মো. মিজানুর রহমান মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়াসিমুল হক রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকার বাসিন্দা। তার মামাতো ভাই হেলাল খান জানান, ওয়াসিমুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে বাসা থেকে বের হয়ে রমনা পার্কে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তার জুতা খুঁজে পান, পরে লেক থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার হয়।
তিনি আরও জানান, প্রায় ১৫-২০ বছর আগে একই স্থানে ওয়াসিমুলের আরেক চাচাতো ভাই রবিন ডুবে মারা যান। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন