মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহরের ধলেশ্বরী নদী থেকে নিখোঁজের তিন দিন পর ভাসমান অবস্থায় ভজন রাজবংশী (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঢালীপাড়া থেকে লাশটি উদ্ধার করে। নিহত ভজন রাজবংশী সিংগাইরের চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর-মানিকনগর গ্রামের বাসিন্দা এবং মৃত ফকির চান রাজবংশীর ছেলে। জানা গেছে, গত শুক্রবার রাত ২টার দিকে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ভজন রাজবংশী। তার সঙ্গে আরও কয়েকজন জেলে থাকলেও ঘটনার সময় কেউ কিছু বুঝতে পারেননি। নিহতের ছোট ভাই ভজো রাজবংশী বলেন, ‘রাতে একসঙ্গে মাছ ধরছিলাম। হঠাৎ দেখি ভাইয়ের নৌকা একা ভাসছে, কিন্তু তিনি নেই। সঙ্গে সঙ্গে খোঁজ শুরু করি, তবে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন