জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি’র) ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সকালে গাজীপুরস্থ ইন্সটিটিউটে বর্ণাঢ্য র্যালী, কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ইন্সটিটিউটের মহাপরিচালক ও প্রধান অতিথি ড. মো. খালেকুজ্জামান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৯৭০ সালের ১ অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়। এ বছর ১ অক্টোবর সরকারি ছুটি থাকায় ৫ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি গবেষণা ইন্সটিটিউটের সকল বিজ্ঞানী ও কর্মকর্তা- কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ড. মো. রফিকুল ইসলাম (পরিচালক গবেষণা) ও পরিচালক ড. মো. ইব্রাহিমসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, দেশে বর্তমান ৪ কোটি মে. টন ধান উৎপাদন হয়। ৫০ বছর পর জনসংখ্যা বৃদ্ধি পাবে, কমবে কৃষি জমি। তখন দেশে ধানের চাহিদা বাড়বে আরো ৩ কোটি মে. টন। সেই চ্যালেঞ্জ সামনে রেখে সকল বিজ্ঞানীদের কাজ করতে হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন