দেশে আগের তুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। গতকাল বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে নতুন ২০টি গাড়ি হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, একবার মিছিল থেকে ২৪৪ জনকে হাতেনাতে ধরা হয়েছিল। তারপর থেকে সংখ্যাটা অনেক কমে এসেছে। সবার সহযোগিতা পেলে আরও কমে আসবে। এ ছাড়া জনগণ নির্বাচনমুখী হলে দেশে অপরাধ কমে আসবে।
উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে ইলেকশন কমিশনকে (ইসি) বেশি কাজ করতে হয়, তারপর প্রশাসন। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর নির্বাচন করবে যারা, সেই রাজনৈতিক দলগুলো। নির্বাচনে সবাই সহযোগিতা করলে ভালো নির্বাচন হবে। সবচেয়ে বড় ‘স্টেকহোল্ডার’ হলো জনগণ। তারা নির্বাচনমুখী হলে কোনো কিছুই আটকাতে পারবে না।
ডিএমপি কমিশনার স্বল্প জনবল নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। থানার ওসি বদলের পরে মোহাম্মদপুর এলাকার অবস্থারও উন্নতি হচ্ছে। কিন্তু একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির জন্য ঝটিকা মিছিলসহ অন্যান্য আয়োজন করছে। এসব কেন ঠেকানো যাচ্ছে না, প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন? ভাই একটা ভালো কথা বলতে বলতেও একটা খারাপ কথা মুখে চলে আসছিল! অভ্যাসটা দূর হতে কিন্তু সময় লাগে (হেসে)। এ সময় অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়।
উপদেষ্টা বলেন, ভাই কথাটা সত্যিই বলেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঝটিকা মিছিলের সংখ্যা কিন্তু কমছে। ২৪৪ জনকে একযোগে হাতেনাতে ধরার পর সংখ্যাটা কমছে। আপনারা (গণমাধ্যম) যদি এভাবে সহযোগিতা করেন, তাহলে এগুলো আরও কমে যাবে। একসময় নাই হয়ে যাবে। অপরাধের সংখ্যাও কমছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন