শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ১২:১৯ এএম

রাজধানীতে থেমে থেমে  বৃষ্টিতে ভোগান্তি মানুষের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ১২:১৯ এএম

রাজধানীতে থেমে থেমে  বৃষ্টিতে ভোগান্তি মানুষের

মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু বিদায়ের আগে দেশের সব বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় তীব্র বজ্রপাত, ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। পাশাপাশি কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে গতকাল সকাল থেকে রাজধানীতে থেমে থেমে হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন বিসিএস পরীক্ষার্থী, পথচারী ও শ্রমজীবী মানুষ।

বিডব্লিউওটি জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, যশোর, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও এর আশপাশের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্য স্থানগুলোসহ রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, আগামীকাল থেকে উত্তরাঞ্চলসহ দেশের অনেক স্থানে বৃষ্টি কমে যাবে। শুধু দক্ষিণ ও মধ্যাঞ্চল এবং এর সঙ্গে সিলেট বিভাগের কিছু কিছু জেলায় ১৫ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে।

গতকাল সকাল থেকেই রাজধানীর আকাশ পরিষ্কার ছিল। রোদ উঠেছিল। তবে বেলা ১১টার পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। কোনো কোনো এলাকায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন,  রাজধানীতে বেশি বৃষ্টি হয়েছে দুপুর ১২টার পরে। দেশের হাওর অঞ্চলের বিভিন্ন স্থান, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহের কিছু এলাকায়ও বৃষ্টি হচ্ছে। এ ছাড়া উত্তরবঙ্গের বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁর কিছু এলাকায়ও গতকাল সকালে বৃষ্টি হয়েছে।

এদিকে গতকাল রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষা শেষ হওয়ার আগেই বৃষ্টি নামায় পরীক্ষার্থী ও তাদের স্বজনদের ভিজে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে। ইডেন কলেজে পরীক্ষা দেওয়া পরীক্ষার্থী জুবায়ের আহমেদ জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। ভাবিনি বৃষ্টি হবে। পরীক্ষা দিয়ে বের হয়েই বৃষ্টিতে ভিজে গেছি। রাজধানীর পল্টন এলাকায় মেট্রো রেলের নিচে দাঁড়িয়ে থাকা রিকশাওয়ালা মতিয়ুর বলেন, আজ (গতকাল) ছুটির দিন এমনিতে মানুষ কম। তার মাঝে বৃষ্টি হওয়ায় প্যাসেঞ্জারও পাওয়া যাচ্ছে না। আয়-রোজগার খুবই কম।

এখন মৌসুমি বায়ু চলে যাওয়ার সময়। এ সময় সাধারণত স্বল্প সময়ের জন্য বৃষ্টি হয়। দুই-এক দিনের মধ্যে বৃষ্টি কমে গরম কিছুটা বাড়তে পারে। চলতি মাসের ২০ তারিখের পর আবার একটি লঘুচাপ নি¤œচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!