সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা দিতে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সি ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিশু-কিশোরকে এই টিকার আওতায় আনা হবে।
এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন