সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পিরোজপুরের কাউখালী উপজেলায় ইলিশ মাছ শিকার করার অপরাধে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হলেন- সুবিদপুর গ্রামের আমির আলীর ছেলে পলাশ হাওলাদার (৪৫) ও একই গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (২৭)। গতকাল রোববার ভোররাতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বাদামতলা এলাকার কচা ও সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ করে এবং ওই দুই জেলেকে আটক করে। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মা ইলিশ রক্ষায় জারি করা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা মাছ ধরছিল। অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।’ তিনি আরও জানান, ‘পিরোজপুর জেলার মধ্যে গত বছর কাউখালী উপজেলায় সবচেয়ে বেশি জেল দেওয়া হয়েছিল। এ বছরও কঠোর অভিযান অব্যাহত থাকবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন