চোরাইপথে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবির বাঘাডাঙ্গা ও খোশালপুর ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার ভোরে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৭ জনকে আটক করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী রয়েছে। একই সময় খোশালপুর সীমান্ত এলাকা থেকে ভারতে যাওয়ার সময় সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, চারজন নারী ও দুজন শিশু রয়েছে। মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, চোরাইপথে ভারতে যাওয়ার সময় ১৪ জন আটক করা হয়েছে। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন