বলিউড এবার পর্দায় আনছে ভারতের বহুল আলোচিত শাহ বানু মামলার গল্প। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। আদালতকেন্দ্রিক এই ড্রামা অনুপ্রাণিত ১৯৭৮ সালে শুরু হওয়া সেই ঐতিহাসিক মামলার ঘটনা থেকে, যেখানে ৬২ বছর বয়সি শাহ বানু বেগম তালাকপ্রাপ্ত হওয়ার পর স্বামী থেকে ভরণপোষণের দাবি তুলেছিলেন ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারায়। দীর্ঘ সাত বছরের লড়াই শেষে ১৯৮৫ সালে সুপ্রিম কোর্ট রায় দেয় তার ভরণপোষণ পাওয়ার অধিকার রয়েছে। এই রায় শুধু একটি মামলা নয়, সারা দেশে আলোড়ন তোলে নারী অধিকার, ধর্মনিরপেক্ষ আইন ও ব্যক্তিগত আইন নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
বলিউড তারকা ইমরান হাশমি ও ইয়ামি গৌতম প্রথমবারের মতো সিনেমায় জুটি বেঁধে আসছেন পর্দায়। আগেই জানা গিয়েছিল ‘হক’ শিরোনামে একটি সিনেমাতে দেখা যাবে তাদের। এবার এর নতুন গান ‘কবুল’-এ দর্শকের মন কেড়েছেন বলিউডের এই দুই তারকা। ৩৬ বছর বয়সি এই বলিউড অভিনেত্রী গানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কবুল’ এমন একটি গান যা নীরব মুহূর্তগুলোকে বেঁচে থাকার ভাষা দেয়। এটি তার চরিত্রের দুর্বলতা ও শক্তির মিশেল ফুটিয়ে তুলেছেন বলে জানান। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ৭ নভেম্বর পর্দায় আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হক’। যে সিনেমার মুক্তি নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে। এ সিনেমার পোস্টারে যেন চোখে ভাসে এক প্রশ্ন- ‘কওম না আইন?’ অর্থাৎ, জাত না আইনÑ কোনটা বড়? সমাজের দিকে এই প্রশ্নই ছুড়ে দিচ্ছে ‘হক’।
সুপর্ণ এস. ভার্মার পরিচালনায় এবং রেশু নাথের লেখা এই সিনেমাটি অনুপ্রাণিত ভারতের এক ঐতিহাসিক সুপ্রিম কোর্টের রায়ের থেকে। তবে এটি কোনো নিখাদ ডকুমেন্টেশন নয়, বরং সাংবাদিক জিগনা ভোরার লেখা ‘বানো: ভারত কি বেটি’র ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এক কল্পিত ও নাটকীয় চিত্রনাট্য। যেখানে আদালতের কাঠগড়ায় কেবল আইন নয়, ওঠে আসে আবেগ; সংস্কার আর ন্যায়বোধের নিঃশব্দ লড়াই। সিনেমার কেন্দ্রে এক গভীর প্রশ্নÑ আইনের ক্ষেত্রে আজ আমরা কোথায় রেখা টানব? ব্যক্তিগত ধর্মীয় আইন আর ধর্মনিরপেক্ষ সংবিধানের সংঘাতে কার জিত, কার পরাজয়? এই বিতর্কে সমাজ যেমন বিভক্ত, তেমনই পর্দায় সেই দ্বন্দ্বকে এক অগ্নিপরীক্ষার মতো উপস্থাপন করছেন ইয়ামি গৌতম ও ইমরান হাশমি। তাদের চোখের ভাষাতেই ধরা পড়ছে অন্যায়ের বিরুদ্ধে এক অনমনীয় দৃঢ়তা।
বলিউডের জনপ্রিয় মুখ ইমরান হাশমিÑ যিনি একসময় ‘আশিক বানায়া আপনে’, ‘মার্ডার’, ‘মার্ডার ২’-এর মতো সিনেমাতে বোল্ড সিন আর রোমান্টিক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। এবার তিনি একেবারে অন্য ছকে। অন্যদিকে, ইয়ামি গৌতমÑ যিনি ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে আলোচনায় উঠে এসে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ অভিনয়ের মাধুর্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তিনিও আছেন এক নতুন, তীক্ষè চরিত্রে। প্রথমবারের মতো এই দুই তারকা একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তাদের জুটি, বিশ্বাস আর তাদের দ্বন্দ্বÑ সব মিলিয়ে ‘হক’ হয়ে উঠছে এক আবেগঘন যাত্রা; যেখানে প্রতিটি সংলাপ যেন আদালতের মেঝেতে প্রতিধ্বনিত হয় সত্যের আহ্বান। সমাজের এই প্রতিচ্ছবিতে লুকিয়ে থাকবে একটাই সত্যÑ ন্যায়ের শক্তি সবসময় নীরব থাকলেও তার প্রতিধ্বনি কখনো হারায় না।
গত বছর সন্তানের মা হয়েছেন ইয়ামি। ২০২৩ সালে তাকে ‘চোর নিকাল কে ভাগা’, ‘ওএমজি টু’ ও ‘লস্ট’ নামের সিনেমা তিনটিতে দেখা গেছে। গত বছর তার অভিনীত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে। চলতি বছরে ইয়ামিকে কমেডি থ্রিলার ‘ধুম ধাম’-এ দেখা গেছে মজার এক চরিত্রে।
অভিনেত্রী ইয়ামি গৌতম সৌন্দর্য এবং অভিনয় গুণে একাধিক হিন্দি সিনেমায় দর্শকদের মন জয় করে নিয়েছেন। ২০২১ সালে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ খ্যাত সিনেমার পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি। গত বছরে ছেলের মা হয়েছেন তিনি। মাতৃত্বের গুরু দায়িত্ব পালন করছেন ইয়ামি। সেই সঙ্গে খেয়াল রাখছেন নিজের স্বাস্থ্যেরও।
হরর কমেডি বলিউডের এই সময়ের সবচেয়ে ‘লাভজনক’ একটি ঘরানা। দর্শক ভয় পেতে যেমন ভালোবাসেন, তেমনি হাসতেও চান। এই দুই অনুভূতির মিশেলই যেন হয়ে উঠেছে বক্স অফিসের জাদু। ‘স্ত্রী’, ‘ভূত পুলিশ’, ‘ভুল ভুলাইয়া’-এর মতো সিনেমাগুলো প্রমাণ করেছে, ভূত আর মজা একসঙ্গে পরিবেশন করলে দর্শক ঠাট্টা-ভয় দুই-ই উপভোগ করেন। যে কারণে এবার সে পথেই হাঁটছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত নতুন হরর কমেডি ‘নয়ি নভেলি’তে। আনন্দ এল রাই এর আগে ‘তনু ওয়েডস মনু’ আর ‘রাঞ্ঝনা’র মতো সফল সিনেমা বানিয়েছেন। এবার সম্পূর্ণ ভিন্ন এক মিশ্র ঘরানায় আসছেন। এই সিনেমাতে ভয় থাকবে, হাসি থাকবে; সঙ্গে এক চিমটি নারীকেন্দ্রিক গল্পও। ইয়ামির পাশাপাশি সিনেমাতে অভিনয় করবেন আরেক তারকা কৃতি শ্যানন।
শোনা যাচ্ছে, দুই অভিনেত্রীর চরিত্রের মধ্যকার দ্বন্দ্বই হবে কাহিনির মূল আকর্ষণ। একজন বাস্তব জগতের আধুনিক, কর্মঠ নারী। আরেকজন অতীতের ছায়া, যিনি পুরাণের এক চরিত্রের রূপ ধারণ করেছেন। দুই দুনিয়ার সংঘাত, ভুল বোঝাবুঝি এবং অদ্ভুত ঘটনাপ্রবাহে গড়ে উঠবে এই গল্প। সিনেমাটির চিত্রনাট্যে ভারতীয় পুরাণের কিছু দিক নতুনভাবে উপস্থাপন করা হবে। তবে সেটি থাকবে আধুনিক প্রেক্ষাপটে, আজকের শহুরে জীবনের সঙ্গে মিলিয়ে। ফলে দর্শক যেমন পুরোনো মিথের স্পর্শ পাবেন, তেমনি আধুনিক সময়ের হিউমার ও সম্পর্কের টানাপোড়েনও অনুভব করবেন। ইয়ামি গৌতমকে এর আগে ‘ভূত পুলিশ’ সিনেমায় হালকা হরর ঘরানার চরিত্রে দেখা গেলেও এবার তিনি সম্পূর্ণ নতুনভাবে হাজির হচ্ছেন। এক সাক্ষাৎকারে ইয়ামি বলেছেন, এই সিনেমার গল্পটা শুধু ভয় বা মজার নয়, এর মধ্যে একটা গভীর মানবিক দিক আছে। আমাদের দুই চরিত্রই একে অপরের প্রতিচ্ছবি; শুধু সময় আর বাস্তবতার সীমা আলাদা।
‘নয়ি নভেলি’ সিনেমার শুটিং লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তর ভারতের এক পুরোনো প্রাসাদ। যেখানে থাকবে রহস্য, আলো-ছায়া আর হাসির ঝলক একসঙ্গে। আসছে ডিসেম্বরে শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন ধরে তাকে রুপালি পর্দায় দেখছেন না দর্শক। তাই এই আলোচিত প্রতীক্ষিত সিনেমা ‘হক’ ঘিরে সবার মধ্যে দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা বলাই বাহুল্য।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন