বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আরশি প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০১:২৫ এএম

ভালো থাকুক ঠোঁট

আরশি প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০১:২৫ এএম

ভালো থাকুক ঠোঁট

শীতকালে অনেকের ঠোঁট খুব বেশি রুক্ষ হয়ে যায়, ফেটে যায়। মুখের যতœও যেমন আপনি নিয়ে থাকেন, একইভাবে আপনার ঠোঁটের যতœও নিতে হবে। চামড়া উঠতে পারে ঠোঁটের, সঙ্গে ঠোঁট ফেটে রক্তপাতও হতে পারে। তাই ঠোঁটের যতœ নেওয়া প্রয়োজন। ঠোঁট নরম রাখার জন্যে বাড়িতেই প্রাকৃতিক উপায়ে যতœ নিতে পারেন। এতে ঠোঁট থাকবে গোলাপি, নরম এবং সুন্দর। কীভাবে শীতকালে ঠোঁটের যতœ নেবেন জেনে নিন।

অ্যালোভেরা: প্রায় অনেক বাড়িতেই এই গাছ রয়েছে। আপনার বাড়িতেও নিশ্চয়ই রয়েছে এই অ্যালোভেরা গাছ? অ্যালোভেরার পাতার ভেতর যে জেল পাওয়া যায়, তা আপনার ঠোঁটের জন্য খুবই ভালো। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। এমন কী আপনার ঠোঁটকেও রাখে নরম। আপনি জারে পাওয়া যায় অ্যালভেরা জেলও কিনতে পারেন। এর সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়েও তা ঠোঁটে লাগাতে পারেন। নাহলে শুধু অ্যালোভেরা জেলও ঠোঁটে লাগাতে পারেন। উপকার পাবেন। আপনার ঠোঁটের আর্দ্রতার ঘাটতি হবে না।

ঘি: ঘি আমাদের সবার বাড়িতেই আসে। রান্নাঘরে এই উপাদান সহজে পাওয়া যায়। ঘি-এ এমন কিছু উপাদান আছে, যা আপনার ত্বক এবং ঠোঁটের জন্য খুবই ভালো। আপনার ঠোঁট যদি খুব শুষ্ক হয় এবং চামড়া উঠতে থাকে, তবে সেই ঠোঁটে আপনি নিয়মিত ঘি লাগাতে পারেন। রাতে শুতে যাওয়ার আগে ঘি লাগিয়ে নিন। আঙুলে করে ঘি নিয়ে ঠোঁটে সামান্য মালিশ করে নিলেই হবে। নিয়মিত লাগালেই চোখে পড়বে পরিবর্তন।

মধু: ঠোঁটের যতœ নেওয়ার জন্যে মধুর ব্যবহারও করতে পারেন আপনি। মধু খুব ভালো প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এই প্রাকৃতিক ময়েশ্চারাইজারের সাহায্যে আপনার ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে পারেন আপনি। মধুর গুণে ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকবে। সহজেই ঠোঁট ফাটবে না। এমনকী কালো হয়ে যাওয়ার সম্ভাবনাও হবে কম। আপনি শুধু মধু ঠোঁটে লাগাতে পারেন। আর নাহলে মধুর সঙ্গে সামান্য পরিমাণ গ্লিসারিন মিশিয়েও তা ঠোঁটে লাগাতে পারেন। আঙুলে বা কটন বাডে সামান্য মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে।

ঘুমাতে যাওয়ার আগে লাগান। সারারাত এ ভাবেই রেখে দিন। পরের দিন সকালে উঠে ধুয়ে ফেলুন। গোলাপের পাপড়ি: ঠোঁটে লাগাতে পারেন এমন অল্প পরিমাণে দুধ নিন। একটি পাত্রে এই দুধের মধ্যে কয়েকটি গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখুন। ৩ ঘণ্টা ওভাবেই রেখে দিন। তারপর সেই দুধ দিনে অন্তত ২-৩ বার ঠোঁটে লাগাতেই হবে। এতে সারাদিন আপনার ঠোঁটে আর্দ্রতা বজায় থাকবে। ঠোঁট থাকবে নরম এবং গোলাপি আভা দেখেও তাক লাগবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!