নরসিংদী-১ (সদর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীক নিয়ে তার নির্বাচনি এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করেছেন। গত সোমবার ১০ নভেম্বর সকালে তার নির্বাচনি এলাকার নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ডে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে ভোট প্রার্থনা ও ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কার্যক্রম শুরু করেছেন। এ সময় তিনি ভেলানগর বাজার এলাকার বিভিন্ন দোকানপাটসহ পথচারী ও উপস্থিত লোকজনের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে সাংবাদিকদের তিনি বলেন, প্রার্থী মনোনয়ন দেওয়ার পর থেকেই দেশের জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে আশাবাদীÑ আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে সংসদে পাঠাবে। আমরাও ঘোষণা দিয়েছি নির্বাচিত হলে ৩১ দফার ভিত্তিতে জনগণের আশা-আকাক্সক্ষার বাস্তবায়ন করব ইনশাল্লাহ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন