মানবপাচার মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার রাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, ফখরুল ইসলাম বনানী থানায় দায়ের করা একটি মানবপাচার মামলার আসামি। গত সোমবার রাতে তিনি বিদেশ থেকে দেশে ফেরার পর বনানী থানার একটি দল বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে।
ওসি রাসেল আরও বলেন, গ্রেপ্তারের পর ফখরুল অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাকে দুই দিনের মধ্যে আদালত থেকে জামিন নেওয়ার শর্তে একজন আইনজীবীর জিম্মায় মুক্তি দেওয়া হয়।
এর আগে গত ৪ নভেম্বর রাজধানীর বনানী থানায় ফখরুল ইসলাম ও তার সহযোগী জসিম উদ্দিনের বিরুদ্ধে মানবপাচার ও প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার মো. রুবেল হোসেন। মামলায় অভিযোগ করা হয়, প্রবাসে কর্মসংস্থানের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিলেও নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিদেশ পাঠানো হয়নি, বরং অর্থ আত্মসাৎ করা হয়েছে।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে সংগঠনের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছিলেন। মানবপাচার মামলায় তার গ্রেপ্তারের ঘটনায় সংগঠনের ভেতরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন