** স্বামী-স্ত্রীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বরিশালের মুলাদীতে স্ত্রীর পরকীয়া প্রেমিক সন্দেহে স্বামীর মারধরে তাপস ম-ল নামে একজন উদ্যোক্তার মৃত্যু হয়েছে। ২৩ অক্টোবর রাতে স্থানীয় চরকালেখান ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা তাপস পাশর্^বর্তী নোমরহাট এলাকায় স্বপন ম-লের বাসায় যান। সেই সময় তাকে আটকে লোকজন নিয়ে হাত-পা বেঁধে রাতভর নির্যাতন করেন স্বপন ম-ল। খবর পেয়ে রাতেই স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান গুরুতর অবস্থায় তাপসকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। এরপর বরিশাল ও ঢাকায় দীর্ঘ ২১ দিন চিকিৎসাধীন থাকার পর ১২ নভেম্বর রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর চারদিনের মাথায় গতকাল সোমবার স্বামীকে হত্যার অভিযোগ এনে মুলাদী থানায় একটি মামলা করেছেন তাপসের স্ত্রী অনিকা ম-ল। মামলায় স্বপন ম-ল ও তার স্ত্রী রাখি ম-লসহ ৯ জনকে আসামি করা হয়েছে। মুলাদী পুলিশের একাধিক টিম অভিযুক্তদের ধরতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, চরকালেখান ইউনিয়ন পরিষদে কম্পিউটার উদ্যোক্তা হিসেবে কাজের সময় স্থানীয় জিতেন ম-লের ছেলে স্বপন ম-লের বাড়িতে ভাড়া থাকতেন। ওই সময় স্বপনের স্ত্রীর সাথে হৃদয়ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়েন তাপস। এ নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন স্বপন ম-ল। গত ২৩ অক্টোবর রাতে তাপস ম-ল নোমরহাট এলাকায় স্বপনের বাড়িতে গেলে তাকে আটকে রেখে হাত-পা বেঁধে তাপসকে রাতভর ব্যাপক প্রহার করেন স্বপন। এই খবর জানতে পেরে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থান উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১২ নভেম্বর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাপসের স্ত্রী অনিকা ম-ল অভিযোগ করেন, তার স্বামীকে পরকীয়ার অপবাদ দিয়ে স্বপন ম-ল এবং তার লোকজন মারধর করে হত্যা করেছেন। তিনি এই ঘটনায় মুলাদী থানায় স্বপন এবং তার স্ত্রীসহ ৯ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের কাছে জোর দাবি করেন।
মামলার বিষয়টি স্বীকার করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, এই ঘটনায় জড়িত স্বপনসহ সব অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। কিন্তু মামলার খবর পেয়ে তারা সবাই রোববার থেকে গাঢাকা দিয়েছেন। সে ক্ষেত্রে তাদের গ্রেপ্তারে কিছুটা বিলম্ব হচ্ছে, মন্তব্য করেন ওসি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন